কফি শপ

একদিন কফি শপে দেখা করো
যে কথা কখনও বলা হয়নি তোমায়
যে কথা দু ঠোঁটের মাঝে চাপা পড়ে আছে
সব দু চোখ দিয়ে বলবো। তুমিও চোখ দিয়ে শুনবে।

যে ফুলের গন্ধে মাতোয়ারা দুনিয়া
তার চেয়েও বেশি সুগন্ধি মেখে
কেন তুমি দরজায় দাও আওয়াজ?
কেন তুমি তোমার রূপ লাবণ্যের বাহার দিয়ে
ঘায়েল করো আমার শরীর মন?
কেন তুমি ঘুমাতে দাও না আমার ক্লান্ত দুই নয়নকে?
সব জিজ্ঞাসার উত্তর চাইবো তোমার কাছে।

যে ক্ষত সময়ের তালে শুকিয়ে গ্যাছে
কেন তুমি তাতে লাগাও নখ?
কেন তোমার প্রেমে পাগল করো দিনরাত।
সব প্রশ্নের উত্তর চাইবো তোমার কাছে
কফি হাতে কফি শপে।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

4 thoughts on “কফি শপ

  1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif রোম্যান্টিক কবিতায় প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কবি মি. মহাশয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।