একদিন কফি শপে দেখা করো
যে কথা কখনও বলা হয়নি তোমায়
যে কথা দু ঠোঁটের মাঝে চাপা পড়ে আছে
সব দু চোখ দিয়ে বলবো। তুমিও চোখ দিয়ে শুনবে।
যে ফুলের গন্ধে মাতোয়ারা দুনিয়া
তার চেয়েও বেশি সুগন্ধি মেখে
কেন তুমি দরজায় দাও আওয়াজ?
কেন তুমি তোমার রূপ লাবণ্যের বাহার দিয়ে
ঘায়েল করো আমার শরীর মন?
কেন তুমি ঘুমাতে দাও না আমার ক্লান্ত দুই নয়নকে?
সব জিজ্ঞাসার উত্তর চাইবো তোমার কাছে।
যে ক্ষত সময়ের তালে শুকিয়ে গ্যাছে
কেন তুমি তাতে লাগাও নখ?
কেন তোমার প্রেমে পাগল করো দিনরাত।
সব প্রশ্নের উত্তর চাইবো তোমার কাছে
কফি হাতে কফি শপে।
প্রাণবন্ত হৃদয় ছোঁয়া কবিতা।
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
শুভেচ্ছা
অনেক ধন্যবাদ প্রিয় মুরুব্বী ভাই।