পানকৌড়ির চোখ নিয়ে বসে আছো আকাশের চূঁড়ায়
আমাকে নিশ্চুপ দেখে অনুভূতি ঘরে দাও শেষ ঠোকর
মাছ শিকারে এসে মিছে জলকেলি খেলার অভিনয় করো
মরীচিকা রোদ, নির্লিপ্ত দুপুর আর কৃষ্ণচুড়া বিকেল
সবাই কথা বলে নীরব জলের সাথে
মেঘের মৌনতা ভেঙ্গে যায়, ভেঙ্গে যায় আকাশের ঘুম
ডুব সাঁতারে ঝরে পড়ে পানকৌড়ির কৃষ্ণপালক
জলের ছায়ায় দেখি বিষণ্ন বদনে বসে আছে
আমার সাজানো পানসি ঘাটে।
বরাবরের মত ভাল লাগল।
সুন্দর কবিতা পড়লাম।