আহা! পুড়ে যাচ্ছে অসমাপ্ত নিয়মের উপপাদ্যগুলি
দখিনের হাওয়া লেগে গায় আমার যৌবন বেলায়
আবেগের টানে ফিরে ফিরে আসে আদিম কুমারীরা
বাউলা বাতাসে কোজাগরী রাতে লক্ষ্মীর প্রদীপ হাতে
এ ভরা ভাদরে তাদের কেমনে ফিরাই কেমনে ফিরাই
মোহিনী শব্দের ঘোরে নি:শ্বাসের কাছাকাছি এসো
বুকের নরম বালিশ পেতে দেবো স্থিত হও এইখানে
ডালিমে চোখ মেলে দেখো টসটসে সকাল ফুটে আছে।
প্রেমিকের সামনে বসে থেকে চোখ সরিয়ে নিতে নেই
স্পর্শ ও ইশারাসমূহ জানে প্রেম কী সাংঘাতিক দ্রব্য
শুদ্ধ এক সূচিপত্র টাঙিয়ে রেখেছি বুকের ছোট্ট ঘরে
যার প্রচ্ছদে আঁকা আছে সকালের সোনালী সূর্যের মুখ
শুধুমাত্র শূন্যের বিস্তার হলে জৈবিক তাড়না বাড়ে
তুমি তো জানো মদ নয় আমি নারী ভালোবাসি।
দারুন।
আমি ধারণা করছি এটা একটি সনেট লেখার প্রচেষ্টা।
সনেটটি স্বার্থক কি না সেদিকে না গিয়ে শুধু বলছি লেখাটি অনেক ভাল লেগেছে আমার।
শুভ কামনা।
আপনার ধারণা মিথ্যে নয়। মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন
‘বুকের নরম বালিশ পেতে দেবো স্থিত হও এইখানে
ডালিমে চোখ মেলে দেখো টসটসে সকাল ফুটে আছে।’
___ চমৎকার দুটি লাইন পুরো কবিতাকেই সুন্দর করে তুলেছে যেন।
অান্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয়