পৃথিবীটা বেঁচে থাকার বিকল্প সংস্করণ

রুহের নীরবতায় কী নিদারুণ বিষণ্নতা জাগে
ধবল সতী চাঁদের আলোয় শুয়ে আছে অন্ধকার
নতমুখ হয়ে বসে আছি প্রভূ
কাঠঠোকরা ঠুকরে খেয়েছে জীবনবোধের নীড়।

দু’হাত দিয়ে আড়াল করা শিখেছি মাত্র
পথ চলতে গিয়ে দেখি যে উচ্ছিষ্ট পড়ে আছে
তার সবগুলোতে লেগে আছে হলুদ জীবনের ছায়া
নিঃশ্বাস গুনতে গুনতে আমরা মৃত্যুর কাছাকাছি যাই।

মৃত্যুর সাথে আমাদের সখ্যতা ভালো
পৃথিবী, বেঁচে থাকার এক বিকল্প সংস্করণ মাত্র
আদিম হারামিরা বন্ধ করে দিয়েছে সম্ভাবনার দ্বার
সনাতন বিভ্রমে এখন পুলসিরাত পার হবো।

8 thoughts on “পৃথিবীটা বেঁচে থাকার বিকল্প সংস্করণ

  1. সনাতন বিভ্রমে এখন পুলসিরাত পার হতে হবে।
    এবং সেটাই হবে পৃথিবীটা বেঁচে থাকার বিকল্প সংস্করণ। (আইডিয়া) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. কিছু কিছু জিনিস খুব ভাল লাগল, যেমন সতী চাঁদের আলো।
    শুভেচ্ছা নিবেন প্রিয়।

  3. কবিতায় এত প্রভু কেন? কেন ধর্ম ইত্যাদি দর্শন চর্চা!

    কবিতা স্রেফ কবিতা হতে পারে না ? যেমন, আমাদের ছোট নদী চলে একে বেকে — ইত্যাদি। ভাবছি মন্তব্যটি কি আপনাকে, নাকি নিজেকে, নাকি উভয়কে এবং সবাইকে।

    1. ধর্ম, প্রভু, দর্শন এগুলো তো জীবনেরই অংশ। তবে আরও একটা আছে তা হলো প্রেম, ভালোবাসা। আমার কবিতায় সেগুলোও তো আছে। কবিতা তো স্রেফ কবিতা না কবিতা জীবনের কথা বলে, ভালোবাসার কথা যেমন বলে তেমনি বিদ্রোহের কথাও বলে। সেগুলোও পাবেন আশা রাখি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।