রাতের উস্কানি

সূর্যটা ছিনিয়ে আনলাম মাত্র
বুকের ভেতর লাঙল দিতে ইচ্ছে করছে
ভালোবাসা নিয়ে এমন গালি আরও দিও
কেননা ওটাতে কিছুটা মমতা থাকে, কাম কাম ভাব
না এখানে কোন গন্ধ নেই শুধু যুগল নিঃশ্বাসে বাড়ছে সময়।

দাঁড়ানোর আগমুহূর্ত পর্যন্ত আমরা পর্দানশিন ছিলাম
খোলা পৃথিবীতে ছেলেখেলা খেলাই
বউ-জামাই, জামাই-বউ, দেহজ কাম
রাতটা শুধু উস্কানি দিতেই জানে।

2 thoughts on “রাতের উস্কানি

  1. পূর্ণ লিখা উপহার প্রিয় কবি মোকসেদুল ইসলাম। ভালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।