সব বাঁশির কারুকাজ
এইযে মরতে মরতে বেঁচে যাওয়া
দাঁড়িয়ে যাওয়া বৃক্ষের মতো
চোখের ভেতর বন্দি মুগ্ধ দৃশ্যপট
ভীষণ খারাপ সময় এখন
চারদিকে ঝরে পড়া পাতাদের উল্লাস
হু হু করে বইছে তবু উত্তরের হাওয়া
আমারই শুধু একলা অপেক্ষা…….
একটু দখিনা বাতাস
জীবনটা উড়িয়ে নেবো রঙিন হাওয়ায়
উঠে যাক ছুরির ওপর থেকে মানুষের অন্ধ বিশ্বাস।
শেষ লাইনের রেশ অসাধারণ হয়েছে প্রিয় কবি। ভালো লিখা।