ডাকতেই থাকো
আড়ালে আবডালে বসে বসে
পাতাদের স্রোতে ভেসে যাওয়ার আগে
গায়ে মেখে নিয়েছি কর্পূর গন্ধ
যেনো মানুষবেলায় আমাকে চিনতে সুবিধা হয়
তোমরা অন্ধকার লিখতে থাকো
আদিমপথে হাঁটতে গেলে কেবলি বিভ্রাট
আমাকে উপহার দিও একটা ডালিম ফোঁটা সন্ধ্যা
শ ক্রোশ দূরে ফেলে দেবো প্রতারণার গন্ধম ফল
ঘুমনীড় ছেড়ে ভর্তি হবো আলোর ইস্কুলে।
ডাকতেই থাকো অবিরত
বদলে যাওয়া ইন্ধনরেখা ধরে
আমি ভুলে যাবো পিপাসার বিচিত্র রং
সাজঘরে থাকা বাঈজীর মুখের প্রচ্ছদ
স্পর্শিত হবো, পরিচিত হবো পৃথিবীর কাছে
আমি একজন নয়া মানব।
পরিচ্ছন্ন এবং পরিপক্ক লিখা পড়লে মনটাই ফুরফুরে হয়ে যায়।
শুভ সকাল প্রিয় কবি।