মায়া সভ্যতা

মায়া সভ্যতা

একটা পুরো সভ্যতাকে লুকিয়ে ফেলছি শরীরে
অকস্মাৎ কিছু হাসি, ডুগডুগির বাজনা
মধ্যবিত্তের রেখা ধরে হাটতে থাকে তবু

শুক্রাণু থেকে শুরু করে গ্রহাণু সব পড়ে আছে অস্তিত্বের সংকটে
দ্রুতগামী হওয়ার কী তীব্র ইচ্ছে পুষছে তবু বুকে
দাহ্য শরীরে সাজিয়ে রাখি ফাগুনের টাটকা পলাশ

আর বিপর্যয়ের পর আমরা শুধু সাদা পৃষ্ঠা ওলটাতে থাকি
বাউল লালন গাইতেই থাকে তার মরমী গান।

1 thought on “মায়া সভ্যতা

  1. কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।