সীমাহীন কষ্টের নদী

নোটিশবিহীন জীবনের খবর ঝুলিয়ে রেখেছি শুঁড়িখানায়
নিষেধাজ্ঞার মোড়কে বন্দি হয়েছে অভিজ্ঞতার আসর।
দেয়ালে আঁকা আছে চিকা মারার ইতিহাস

‘কষ্টে আছি’-আইজুদ্দিন।

মহাকালের বিচ্ছেদে মুছে গেছে স্মৃতির সংরক্ষণাগারে রাখা বার্তাগুলো
কষ্ট নদীর বালুচরে ঢেকে গেছে স্মৃতির মিনার।
ইট কি মনে রাখে নরম কাদার ইতিহাস?
বেপরোয়া কালির আঁচড়ে ভিটে হারা অষ্টাদশী চাঁদের সীমানা করি নির্ণয়।

1 thought on “সীমাহীন কষ্টের নদী

  1. মাঝের সংলাপ লিখাটির ক্রমমান যথেষ্ঠ বাড়িয়েছে মনে করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।