ব্রাত্য সময়

মেঘ কালো হলেই আমি মেলে ধরি আকাশডানা
আর সরিয়ে রাখি কাজল কালো বারোয়ারি সন্ধ্যা
খসড়া চিঠি থেকে শুধুই খসখসে আওয়াজ
হিংসার গান আটকাতে গিয়ে মনে হলো
শিরায় থাকা রক্তগুলো হাসছে যোগিনীর হাসি

ব্রাত্য সময়ে শুধুই অকারণ কাটাকুটি চলে
অস্তগামী সূর্যটা রুখে দিতে পারে কোন সে মানুষ?
সুয়োরাণী যার মন সেতো ঝলসে গেছে লাল আভার ভেতর
সদা প্রস্তুত রাখা আছে ফায়ারিং স্কোয়াড
পোয়াতি পৃথিবী ধ্বংস হলে কিছু শীর্ণকায় মানুষ
নিজেকে শ্রেষ্ঠ বলে দাবী করতেই পারে।

7 thoughts on “ব্রাত্য সময়

  1. শিরোনাম থেকে শুরু করে লিখার বিষয় প্রকাশ আমার কাছে অসাধারণ লেগেছে।
    শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।