লাল রংয়ের মানুষ

লাল রংয়ের মানুষ

কালো সাদা হলুদ কিংবা নীল এসবে কোন সমস্যা নেই
অথচ শুধু লাল রংটা দেখলেই আমার কেমন জানি লাগে
বায়োস্কোপের নেশার মতো চোখ ঘুরঘুর
ফেলে আসা কষ্ট গান! আহ্ শৈশব
মিছিলে দেখা সেই লাল পতাকা

লাল কালিতে লেখা আমার অসমাপ্ত পাণ্ডুলিপি
কাঙ্ক্ষিত মোহ, মঙ্গল গান, শেষ বিকেলের মেয়ের ছবি
আমার লাল মাছ, যেদিন তোমায় বিক্রি দিলাম মৎসজীবীর কাছে
সেদিন সারারাত মুখস্থ করেছি নদীর মুখ
অথচ আমাকে দেখ, স্বার্থপর এর অপর নাম মানুষ
লাল মানুষ
খামারী মানুষ
মানুষ!

5 thoughts on “লাল রংয়ের মানুষ

  1. বেশ পরিচ্ছন্ন লিখা। শুভ সন্ধ্যা প্রিয় কবি মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।