বোধোদয়

বোধোদয়

ধরা যাক একজন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করছে
মরে গেলে আপনি কোথায় যেতে চান
বেহেস্ত ও দোযখে?
আপনি নিশ্চুপ, মুখে কোন রা নেই
না, ভয় পাননি এটা আমি জানি

কেন না বেঁচে থাকতে অাপনি ছিলেন পাক্কা একজন হরিণ শিকারি
রক্তের দৃশ্যপটে যে তীর এঁকেছিলেন আজ তা আপনাকেই বিঁধছে
আপনাকে এমন নিশ্চুপ ও নিঃসংকোচ দেখে ফেরেশতা রেগে গেলেন
এবার আপনার জীবনের ফ্ল্যাপ থেকে কিছু দৃশ্য এনে দাঁড় করিয়ে দিলেন

তারপরেও আপনি চুপ
দীর্ঘ বিরতি শেষে বললেন, একটা আয়না আনুন, নিজেকে দেখি
নখের আঁচড় হত্যা করেছি এ মুখ
বোকা চোখ এতোদিন অন্ধ ছিল যে!

2 thoughts on “বোধোদয়

  1. চমৎকার একটি লিখা। ভালো লাগে আপনার প্রতিটি কবিতা।
    বন্ধু দিনের শুভমিতি প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। ভালো থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।