বিভ্রাট

বিভ্রাট

এইযে ঘুরছে জীবনের চাকা,
বুদবুদ বুদবুদ
যেন ত্রিভূজ প্রেমের মায়াজাল
মাছদের শীতকালীন শীৎকার
অন্ধকারে ডুবে আছে বাতিঘর

কয়জন বুঝতে পারে পাথরের শোক
বংশ লিপি, মাটির ঘ্রাণ?
আঁশটে আয়নায় লেগে থাকা ছবি
কেউ কেউ মুখ দেখছে পিছন ফিরে
ভরা রোদ্দুরকে বড় ভয়।

1 thought on “বিভ্রাট

  1. ছোট ছোট লিখায় আপনি পাঠকের মন জয় করতে পারেন।
    অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।