………………….(১)
দহন কালে এবার আনন্দ পান করি
রূপালী মেয়ে, তুমি বুক পেতে দিও
ভেজা শরীরে আমি গুম হতে চাই।
.
…………………..(২)
স্বপ্নের জঠরে বাসা বেঁধেছে কালনাগিনী সাপ
অবাধ্য কলমের ভাষা আর বিচিত্র নকশার আঁকিবুকিতে
পচন ধরেছে আততায়ীর ছুরি।
………………….(১)
দহন কালে এবার আনন্দ পান করি
রূপালী মেয়ে, তুমি বুক পেতে দিও
ভেজা শরীরে আমি গুম হতে চাই।
.
…………………..(২)
স্বপ্নের জঠরে বাসা বেঁধেছে কালনাগিনী সাপ
অবাধ্য কলমের ভাষা আর বিচিত্র নকশার আঁকিবুকিতে
পচন ধরেছে আততায়ীর ছুরি।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কালনাগিনীর পরে ' সাপ' শব্দটা অতিরিক্ত মনে হচ্ছে
মতামতের জন্য ধন্যবাদ স্যার
স্বচ্ছ দুটি কবিতা পড়লাম প্রিয় কবি মোকসেদুল ইসলাম। গুড লাক।