ঘুমঘরের হাহাকার

পাটওয়ারী,
তুমি কি ঘুমিয়ে গেছো?
চারদিকে এখন কাঁচা অন্ধকার
আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর মধ্যিখানে
উত্তুরে তারার মতো শিহরণ বুকে নিয়ে

পাটওয়ারী,
এখন ঘুমানোর সময়
বুকের ভেতর তোমার রক্তিম রোগ
ইচ্ছে স্রোত বইছে সেথায়
কে শোনে সর্বনাশা পৃথিবীর বুকফাটা যন্ত্রনা

এখন চন্দ্রাহত সময় ব্যথিত অহরাত্রি
পাটওয়ারী,
ঘুমিয়ে গেছো বুঝি?
তোমার নিঃশ্বাস থেকে খসে পড়ছে
নীলক্ষেত শাহবাগের হাহাকার।

3 thoughts on “ঘুমঘরের হাহাকার

  1. কবিতাটি আবৃতি করার মতো সুখপ্রদ। অভিনন্দন প্রিয় কবি মি.মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।