হাভাত
পাকস্থলী বরাবর বেড়ে উঠছে ক্ষুধা
আর তুমি আঁকছো নিরন্ন মানুষের ছবি
আমাকেই দেখ না? প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি
উত্তর থেকে দক্ষিণে যাও, এশিয়া থেকে আফ্রিকা
দৈন্যদশা মানুষের চিৎকার, শিশুর পেটে বড় ক্ষুধা
সম্মিলিত অন্ধকারে সঙ্কুচিত জীবন রেখা
হাভাতে মুখগুলো দাঁড়িয়ে আছে দুয়ারে
ওহে আমেরিকা, ওহে ফ্রান্স ইউরোপ
তোমাদের এই অস্থির চাওয়াগুলো
এইসব হাভাতে মানুষের জন্য মরণপণ যুদ্ধ।
সম্মিলিত অন্ধকারে সঙ্কুচিত জীবন রেখা … নিদারুণ এই বাস্তবতার প্রতিচ্ছবি।
নন্দিত কবিতা। শুভেচ্ছা হে কবি।