পূণ্যস্নানের পর

পূণ্যস্নানের পর

এ বড় কষ্ট কথা, হরিৎ প্রান্তরে ডঙ্কা বেজে উঠলে
বেড়ে যায় আমাদের চোখের বিস্ময়
চক্রাঘাতে যার মৃত্যু হল সেই করলো মুক্তিলাভ
আঙুলের প্রান্ত দিয়ে দু’এক ফোঁটা রক্ত ঝরলে
আমরা অসহায় প্রার্থনা করি ঈশ্বরের নিকট।
নড়ে উঠলে হাওয়ার কল আমাদের আত্মতুষ্টি জাগে
যে নদীর কোন নাম নেই তার তীরে অপেক্ষায় থাকি
ও নীলাভ মানুষ তোমার বুকে কষ্ট কেন উথলে ওঠে ঢেউয়ের মতো
এসো সবুজ ঘাসের দুরন্ত ফড়িং ধরে বুকপকেটে রাখি
পূণ্যস্নানের পর হাজার বছর বাঁচতে চাইলে এই ফড়িংটি কাজে লাগবে।

3 thoughts on “পূণ্যস্নানের পর

  1. 'এসো সবুজ ঘাসের দুরন্ত ফড়িং ধরে বুকপকেটে রাখি
    পূণ্যস্নানের পর হাজার বছর বাঁচতে চাইলে এই ফড়িংটি কাজে লাগবে। '

    অনেক সুন্দর একটি লিখা। অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।

  2. ভাল লিখেছেন দাদা। শব্দনীড়ে আপনার লেখা আসে অথচ আপনাকে দেখিনা যে!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।