আপনি কিছুই হতে পারেন নাই

আপনি কিছুই হতে পারেন নাই

বেদনার রং নীল। শুনেছি। দেখি নাই কোন দিন।
মৃত্যুকালেও নাকি অনেকে নীল হয়ে যায়
কেউ বলে পাংশুটে বর্ণ ধারণ করে
ভয় পেলেও নাকি মানুষের রং পাল্টে যায়
পাল্টে যায় আনন্দেও

আপনি কি কারো মৃত্যুকালে তার বিছানার পাশে ছিলেন কখনোও
মৃত্যু ব্যক্তির চেহারা পাল্টে গেলে আপনার চেহারাও তো পাল্টানো কথা
মাটির মতো নরম হয়ে যাওয়ার কথা আপনার আত্মার
মোমঘরে একা পড়ে থাকার মতো নির্লিপ্ত আত্মার ন্যায়
শুদ্ধ হতে হতে বুদ্ধ হয়ে যাওয়ার কথা অাপনার

আপনি কিছুই হতে পারেন নাই
পাপগ্রন্থ হাতে তুলে নিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন আজীবন
মুগ্ধতা ছড়িয়ে দেয়ার নামে ছড়িয়েছেন বিষফল
আপনার হওয়ার কথা ছিল নিমবৃক্ষ
পাতায় পাতায় ছড়িয়ে দিতেন আদিমসঙ্গীত

আপনি কিছুই হতে পারেন নাই
নীল সাদা কালো হলুদ লাল খয়েরী কিছুই না
সার্কাস জাদুকরের মতো ভাঁজ করে রেখেছেন ঠোঁট
তালাবন্ধ করে আটকে দিয়েছেন বিস্মৃত আত্মার কলহ
শুধু অনঙ্গ বিকেলে ছড়িয়ে দিচ্ছেন নিখুঁত মৃত্যুসংবাদ।

8 thoughts on “আপনি কিছুই হতে পারেন নাই

  1. সত্যই তো। আমরা অনেকে অনেক কিছুই হতে পারিনি। … লিখার শিরোনামের প্রতি সুবিচার করা হয়েছে মনে করি। অভিনন্দন মি. মোকসেদুল ইসলাম। শুভ হোক দিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. নীল সাদা কালো হলুদ লাল খয়েরী কিছুই না
    সার্কাস জাদুকরের মতো ভাঁজ করে রেখেছেন ঠোঁট——দারুণ প্রকাশ কবি

  3. আপনি কিছুই হতে পারেন নাই
    নীল সাদা কালো হলুদ লাল খয়েরী কিছুই না https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. খুব খুব ভালো লেগেছে ভাই। ঠিক তাই, আমি আমাকে চিনতে পারিনি আজও। তাই কিছুই হতে পারিনি।

  5. তালাবন্ধ করে আটকে দিয়েছেন বিস্মৃত আত্মার কলহ
    শুধু অনঙ্গ বিকেলে ছড়িয়ে দিচ্ছেন নিখুঁত মৃত্যুসংবাদ।

     

    * অনেক সুন্দর প্রকাশ…

    শুভ কামনা সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।