সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন
তবুও তুমি লিখছ – নিরন্তর
তোমার চিঠি পেলাম গতকাল
হলুদ খাম – সংসারী হতে চাও
কামনার ভ্রু উল্টে নতুন করে
শিখছ শরীরবিদ্যা – প্রণয় বুলি
ঘন নিঃশ্বাস ফেলে শূন্যে ঝুলিয়েছ ফানুস
সতর্ক সাইরেন – নারী কামনার ঘোর
উত্তর দিলাম –আমাকে অস্থির করো
মদ্যপানের ন্যায় মিইয়ে আসা রক্তঘুম
অন্ধ সৈনিকের মতো অমিত সম্ভাবনার আবেগ
আমার প্রলম্বিত যৌবনের ধ্যান তোমার জন্যে
নিঃশ্বাস ভরা জল থিরথির ভালোবাসা
লাল খাম –ভেতরে দু’জনার প্রাণ বীজ।
অশেষ মুগ্ধতা প্রকাশ করছি কবি মোকসেদুল ইসলাম। আশা করবো ভালো ছিলেন।
হু, ভালো আছি
মুগ্ধতা একরাশ।
ধন্যবাদ দাদা
কবিতা পড়লাম। অনেক ভাল কবি দা।
ধন্যবাদসহ ভালোবাসা জানবেন দিদি
শুভেচ্ছা র'লো কবি দা।
ভালোবাসা দাদা
খুব ভালো লাগলো।
ধন্যবাদ