কামদেবী

আমার চেনা আছে তোমাদের কাম
কামদৌড় তো ঐ বেশ্যাপাড়া পর্যন্ত
সলিল অন্ধকারে বিরামহীন উল্লাস
অমীমাংসিত রমণীর দেহ নিয়ে
গুহামুখে অভিশাপের রাত্রি যাপন

অতঃপর হাসফাস! নিঃশ্বাস আটকে আসে
দীর্ঘ নিঃসঙ্গতা – ধূসর অতীত

ডাক এসেছে বাতিল জীবনের
সদর দরজায় দাঁড়িয়ে আছে কামদেবী
নিরেট মধুমাস বলে ঘনিষ্ঠতা বাড়ে
লবণ জলে ডুবিয়ে রেখেছ নগর
জৌলুস ভরা চোখে রেখেছ মৃগনাভি।

7 thoughts on “কামদেবী

  1. শতভাগ পরিপাটি কবিতার স্বরূপ এমনটাই ভালো। বিষয়বস্তু রূপকভাবে যে কোনটাই আসতে পারে। ক্ষতি কী !! অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অতঃপর হাসফাস! নিঃশ্বাস আটকে আসে
    দীর্ঘ নিঃসঙ্গতা – ধূসর অতীত——————

  3. অমীমাংসিত রমণী- এইখানে আমার একটু আপত্তি আছে। আপনি হয়ত বেশ্যাকেই বলছেন অমীমাংসিত রমণীর। কিন্তু সে তো অমীমাংসিত নয়। সে তো সবথেকে বেশি মীমাংসিত। সে জানে তার ভাগ বাটোয়া হয়ে গেছে 

  4.  আপনার সব কবিতাই ভাল লাগে! একটু ভিন্ন ধাঁচের! 

    শুভ কামনা প্রিয় কবি  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।