ক্যাফেতে এলেই নেশা ধরে
গড়িয়ে যাচ্ছে একটা নিরুত্তাপ দুপুর
ঠোঁটের পাশে লেগে থাকে রোদ
মায়ার স্পর্শে ছুঁয়ে দিলে
বেড়ে যায় দিন-যাপনের ঋণ
মৃত পাথরের ন্যায় শবগুলো সব
কতো সিলমোহর মানুষের বুকের ভেতর
একটা শিরশিরানি প্রেম
কৈশোরের আদ্রর্তা পেরিয়ে যাচ্ছে অসহ্য বিরহ।
পরিচ্ছন্ন মানের কবিতা উপহারে আপনার জুড়ি মেলা ভার। অভিনন্দন প্রিয় কবি।
সু্ন্দর হয়েছে কবি মোকসেদুল ভাই।
অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।