সে এক অদ্ভুত বিকেল
যেন বিষণ্ন বেলায়
ক্ষয়ে যাওয়া পাহাড়ের ক্ষত
কিছু বিস্মৃত ইতিহাস
ঝরে যাওয়া ফুলের পাঁপড়ি
দূরত্ব বাড়ছে মানুষের
প্রবৃত্তির এতো এতো রং
খুদ খুঁটে খাওয়া পাখি জীবন
জমাট বেঁধেছে রক্ত
মানুষের অসীম ব্যস্ততা এখন
মাথা ঠুকে মরছে সবাই
পুবে – পশ্চিমে
জীবনকে ঘিরে অদ্ভুত প্রশ্ন
বাতাসের গুটি ও গুঞ্জন
এখানে – সেখানে
পাখিদের ফিসফাস কথা
যেন ঠিকানা হারিয়ে ফেলছে কেউ।
বিষণ্ন এক বিকেলের কথায় যেন ঠিকানা হারিয়ে ফেলছে কেউ। ___ সুন্দর কবিতা।
ইংরেজী শুভ নববর্ষ প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম।
বিষন্ন এক বিকেলের গল্পে সত্যিকার অর্থেই যথার্থতা ফুটিয়ে তুলেছেন
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
অভিনন্দন প্রিয় কবি দা। শুভ নববর্ষ।
আলোয় ভরে উঠুক জীবনের প্রতিটি বিকেল। অভিনন্দন কবি মোকসেদ ভাই।