কিছু আকার রেখে এসেছি চন্দ্রমল্লিকা বনে
বেখেয়ালে ছুঁয়ে দেয়া হাত খুঁজে
পরিচিত মুখের আদল
উষ্ণতা শুষে নেয়া ক্ষরণ বেলায়
স্বপ্ন লেপন করি নিষিদ্ধ খোয়াবনামায়
প্রত্যয়ে বীরত্ব আসে- আসে জয়
নিষেধের বেড়াজালে জেহাদী ঘুম
দহন শীৎকারে জাগে নির্বোধ মন
নিয়ম ভঙ্গের দিনে ঘড়িটাই চলছে টিক টিক টিক
জীবন থেমে থাকলেও নিয়ম ভঙ্গের দিনে ঘড়িটাই কেবল চলে মনে হয়।
সুন্দর কবিতা কবি মোকসেদুল ইসলাম ভাই।
আপনার কবিতা বরাবরই ভালো লাগে পড়তে। শুভেচ্ছা কবি ভাই।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি দা।
শুভেচ্ছা মি. মোকসেদুল ইসলাম।
কবিতাটি বেশ সুন্দর!