শহর তুমি কার
সমুদ্রের জলে কান্নার কোনও যতি নেই
ইচ্ছে নীলের গভীরে মৃত্যুহীন জেলিফিশের বাস
সমুদ্র তার নিগূঢ় বিষাদ প্রহরের
দুঃখ গুছিয়ে রাখতে জানেনা
আবদার রাখে কলম্বাসের দূরবীনে
দূর পাহাড়ের পাদদেশে চুম্বন গচ্ছিত রাখে,
শুধু নিষ্পাপ শিশুরা যখন তার
জলের শরীর ছোঁয়, তার মা হতে ইচ্ছে হয়
স্নান শেষে সেইসব এলাচ গন্ধমাখা শিশুদের
চন্দনবনের ঠিকানা বলে দেয়,
একদিন নাবিকেরা ঘরে ফেরে
আয়নায় দেখে লুকিয়ে রাখা
মোহ্র ফুলের জোছনা
জাফরি কাটা ঘরে আলোর ফুলকারি
অভিমানে দক্ষিণে তাকায়
এ শহর ডাকেনি তাকে
ঘরে ফেরার উৎসবে
তবু ভেজা বকুলে এখনোও
লেগে আছে তার সাক্ষর
'এ শহর ডাকেনি তাকে; ঘরে ফেরার উৎসবে
তবু ভেজা বকুলে এখনোও লেগে আছে তার সাক্ষর।'
কখনও কখনও জীবন যেন সময়ের পরে নির্ভর করে চলে। অনবদ্য একটি লিখা। শুভ সকাল কবি বন্ধু।
দুটো লেখা পড়লাম। আপনি আসলেই খুব লেখেন কবিদিদি ভাই। আমার প্রণাম রইলো।