অপ্রকাশিত নোটিশ

অপ্রকাশিত নোটিশ

প্রেমিকার চুলের ঘ্রাণে বিবর্তন ঘটেছে
বিবর্তন ঘটেছে এক বালিশে রাত্রির স্পর্শে
শাড়ীর ভেতর জীবিত সুগন্ধীর গন্ধে- বিবর্তন ঘটেছে।

প্রেম-মহব্বতী-আশিকী-পেয়ারী হতে পারে ব্যক্তির সম্বোধন।
শতাব্দী পাল্টে গেছে ভেবে দুঃখ নেই;
সত্তার ভেতর স্বত্বাধিকারীর প্রবেশ সীমালঙ্ঘন- অপ্রকাশিত নোটিশে তাই লেখা।

মৃধা মোহাম্মাদ বেলাল সম্পর্কে

মৃধা মোহাম্মাদ বেলাল তরুণ লেখক ও কবি। জন্ম ১৯৯৬ সালে ৫ই জুন, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দক্ষিণ কোদালপুর গ্রামে। পিতা- ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক মৃধা, মাতা- গৃহিণী হোসনেয়ারা বেগম। চার ভাই-বোনের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। লেখালেখির অভ্যাস নবম শ্রেণি থেকে। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখে যাচ্ছেন কবিতা, কলাম ও ফিচার। তার লেখায় ফুটে উঠেছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, নাগরিক অধিকারের বহু মাত্রিক দিক এবং প্রেম-বিরহ-প্রণয়। বর্তমানে তিনি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

8 thoughts on “অপ্রকাশিত নোটিশ

  1. সামাজিক নোটিশ। আসলে বিবর্তন ঘটেছে সর্বত্র। মোদ্দা কথা আমাদের সাথে আমরা নেই; আমরাও আবার আমাদের সাথে নেই। আমরা চলছি যেমন ইচ্ছে তেমন। ঘুমঘোরে। শুভ সকাল মি. মৃধা। :) 

    1. ধন্যবাদ দাদা! আসলে আমরা আমাদের এবং আমাদের সত্তাকে ভুলে যাচ্ছি যেমন ইচ্ছে তেমনভাবে। 

    1. ধন্যবাদ দিদি! আপনকে ভুলে যাচ্ছে সময়। ভালোবাসা নিবেন দিদি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. হুম দাদা। তাই তো। শুভেচ্ছা নিবেন। 

    1. শতরূপে সত্তার মিথ্যারূপ। শুভেচ্ছা নিবেন দাদা! 

মন্তব্য প্রধান বন্ধ আছে।