শুভ জন্মদিন বাংলাদেশ

FB_IMG_1639609864663

আজ ১৬ই ডিসেম্বর।
বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে আনন্দের দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের এই দিনে ছোট্ট বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পৃথিবীর বিশাল মানচিত্রে নিজের জায়গা টুকু অর্জন করে নিয়েছিল।
-এই কথা গুলো আমরা সবাই জানি।
জানি সেদিন মূল্য স্বরূপ ঝরাতে হয়েছিল অগণিত বুকের তাজা রক্ত।
আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
বাংলায় কথা বলতে পারি।
দেশটা ত স্বাধীন কিন্তু মানুষ হিসেবে আমরা কতটুকু স্বাধীন?
আজও আমরা পারিনা অন্যায়ের প্রতিবাদ করতে। আজও পারিনা বুক ফুলিয়ে সত্য কথা বলতে। আজও আমরা বর্ণ, শ্রেণি আর শক্তির পূজারী।
আজও আমাদের চোখে কুসংস্কারের চশমা আঁটা। আজও আমাদের বিবেক অন্ধকার কারাগারের মোটা শিকলে বন্ধি ।
ঘরে ঘরে শিক্ষার আলো আছে কিন্তু নেই তার প্রতিফলন। মুখের বুলিতে বুলিতে আজ অমার্জিত শব্দের সাবলিল প্রয়োগ।
মুমূর্ষু আদর্শ কবরের প্রতিক্ষায়। ভাঙনধরা সমাজে একতার স্থলে পারস্পরিক বিরোধ আর নিন্দার ছড়াছড়ি। ভালো কাজ চক্ষুগোচর না হলেও ভুল ধরিয়ে দেওয়ার মত মানুষ অগণিত।
কখন মিলবে এসব থেকে মুক্তি?
স্বাধীনতা অর্জন করেছি বুকের রক্ত দিয়ে এখন রক্ষা করব কিভাবে?
আরেকটি শুভ দিন আর স্বাধীনতার প্রতিক্ষায়-
শুভ জন্মদিন বাংলাদেশ।
শুভ হোক আগামীর যাত্রা।

5 thoughts on “শুভ জন্মদিন বাংলাদেশ

  1. আরেকটি শুভ দিন আর স্বাধীনতার প্রতিক্ষায়-
    শুভ জন্মদিন বাংলাদেশ।
    শুভ হোক আগামীর যাত্রা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. খুব সুন্দর মনে কথাগুলো বলেছেন অনেক বিজয়ের শুভেচ্ছা রইল

মন্তব্য প্রধান বন্ধ আছে।