শব্দনীড় ব্লগে ঠিক এই মূহুর্তে কতজন উপস্থিত জানতে চাই …

শব্দনীড় ব্লগে ঠিক এই মূহুর্তে কতজন উপস্থিত বলুন তো !! অনেকদিন শব্দনীড়ে ব্লগাদের উপস্থিতির এমন স্বতস্ফূর্ত উপস্থিতি দেখা যায় নি। এসে ফিরে যান।

সেই কাকভোর থেকে বিরামহীন বৃষ্টি আর সাপ্তাহিক ছুটির এই অবসরে আমার মতো ঘরে বাইরে থেকে যে যার সামর্থ্য অনুযায়ী শব্দনীড় এর সঙ্গে আছেন দেখে ভালো লাগছে। ঠিক এই অনুভূতি পারস্পরিক ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করে।

প্রশ্ন হচ্ছে উপস্থিতির যেমন সংখ্যা দেখতে পাচ্ছি সেটা কি কেবল আমিই দেখতে পাচ্ছি নাকি আপনারাও পাচ্ছেন জানতে চাই। জানতে পেলে ভালো লাগবে।

যদি থাকেন আপনার একটি মন্তব্য চাই।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

17 thoughts on “শব্দনীড় ব্লগে ঠিক এই মূহুর্তে কতজন উপস্থিত জানতে চাই …

  1. মন্তব্য হীন ঘুরে গেলেন যারা :

    মি. সাইয়িদ রফিকুল হক। (মন্তব্য করেছেন) :)
    মি. মিতা। (মন্তব্য করেছেন) :)
    মি. আনু আনোয়ার। (মন্তব্য করেছেন) :)
    মি. আনিসুর রহমান। (মন্তব্য করেছেন) :)
    মি. থার্ড আই।
    মি. আমির ইশতিয়াক।
    মি. রুদ্র আমিন। (মন্তব্য করেছেন) :)
    মি. চারু মান্নান। (মন্তব্য করেছেন) :)

    1. youtube.com/watch?v=cSFhxBkxR8k

      ___ মন্দ কি স্যার। এতেও যে ধন্য করলেন। ধন্য হলুম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      1. আমরা এমনি এসে ভেসে যাই,,,,,,,,,,,,
        এমন শ্রাবণের দিনে,,,,,,,,,,,বন্ধুhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      2. সঠিক বলেছো প্রিয় কবি প্রিয় বন্ধু মান্নান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দেরিতে হলেও কিন্তু আমি হাজিরা দিলাম।


    1. বেশ কিছু উপহার রইলো মি. রুদ্র আমিন। নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আমরাও দেখতে পাচ্ছি।
    এই মুহূর্তে আমি দেখছি ১১ জন নিবন্ধিত ও ৭০ জন অতিথি।

    1. ধন্যবাদ জনাব আনু আনোয়ার। দেরিতে হলেও আপনি সঠিক দেখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. নামটা বদনামের খাতায় দিয়ে দিলেন স্যার ? এইতো দেখেন, আমিও আছি !

    ব্যস্ততা আমাকে দেয়না অবসর,
    তাই বলে ভেবনা আমায় স্বার্থপর !

    1. ধন্যবাদ মি. আনিসুর রহমান। উপহার দিয়ে জাতে তুলে আনলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

      1. এখন কি ব্লগার সমাজ আমাকে মেনে নিবে ?
        ধন্যবাদ স্যার উপহারের জন্য ! প্যাকেটটা খুলে যা পেলাম তা ব্লগে প্রকাশ করতে চাই না।

      2. হাহাহা মি. আনিসুর রহমান। সেই ভালো সেই ভালো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  5. আমি তো সঙ্গে থাকার চেষ্টাই করছি।
    বাকীটা আপনাদের একটু ভালোবাসা।
    সবাইকে শুভেচ্ছা।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  6. প্রিয় আপনার মত একজন মানুষের সাথে দুদণ্ড কথা বলতে ইচ্ছে হয়। চমৎতার আপনার ছবির কালেকশন। আর মতামত দেবার ঝোঁক। আপনি পাঠক ও লেখক। ব্যস্ত মানুষ। এতটা সময় করতে পারা -বিশাল ব্যপার।

    1. আপনার মতামতে অনুপ্রাণিত হলাম মি. খালিদ মোশারফ। ধন্যবাদ। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।