এই সব রাত আসে রাত্রির মত
এই সব রাত্রির বুকে নীল ক্ষত
ক্ষত নয়, মহাকাশে বেদনার জল
একটি জীবন তার উপমা অতল।
সে আমাদের অনেকের প্রিয় ব্লগার –
আজমান আন্দালিব
ব্যর্থ পাবলিক
২২শিকদার।
ছায়াপথের অশরীরী বৃষ্টি
গুচ্ছ ফোটায় সাদা গোলাপ
ইতিহাসের পরিবর্তে কৃষ্টি
মেলে ধরে নীল ময়ূরীর কলাপ।
আজ আজমান আন্দালিব … ব্যর্থ পাবলিক … ২২শিকদার এর জন্মদিন।
জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনাদের জন্য। শুভ ব্লগিং।