শুভ জন্মদিন : চৈতী আহমেদ

cake

কন্যারা জলজ নয়, ঊষর চৌচির ফসলের মাঠ
ইচ্ছার আগুন পোষে, অবিকল অলাত
তৃষ্ণায় ফেটে গেলে বুক
চেয়ে খায় জল।

choityবৃষ্টিরা আসে না শিখণ্ডী নাচে না বলে, অপেক্ষায়
পুড়ে পুড়ে যাবে ফুলেল বাগান, উপত্যকা,
ত্রিভূজ সমতল, ব্যর্থ হবে জীবনের
বাসনার পল!

বৃষ্টিরা আসে না শিখণ্ডী নাচে না বলে, অপেক্ষায়
পুড়ে পুড়ে যাবে ফুলেল বাগান, উপত্যকা,
ত্রিভূজ সমতল, ব্যর্থ হবে জীবনের
বাসনার পল!

ক্লান্ত চাঁদ ডুবে গেলে লুব্ধক তখনও জ্বলজ্বল
ফুলেল বাগান, উপত্যকা, ত্রিভূজ সমতল
সন্তর্পণে আপাণ্ডুর, গৃহহীন
নোনা নাবিকের খুব কাছে আসে

আকাঙ্খারা মরেনি এখনও, চোখ ছলছল
বহুদিন আগে অ্যালবাট্রস এসে
তার হৃদপিণ্ড খেয়ে গেছে
ফসলের মাঠ তবু তার জল ভালবাসে।

choity mini নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে। সে আমাদের প্রিয় ব্লগার চৈতী আহমেদ এর জন্মদিন।

special cake
zia4
zia6
zia8
zia9zia9zia9zia9zia9zia9zia9zia9zia9
101010101010101010101010101010

জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনার জন্য। শুভ ব্লগিং।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter