কন্যারা জলজ নয়, ঊষর চৌচির ফসলের মাঠ
ইচ্ছার আগুন পোষে, অবিকল অলাত
তৃষ্ণায় ফেটে গেলে বুক
চেয়ে খায় জল।
বৃষ্টিরা আসে না শিখণ্ডী নাচে না বলে, অপেক্ষায়
পুড়ে পুড়ে যাবে ফুলেল বাগান, উপত্যকা,
ত্রিভূজ সমতল, ব্যর্থ হবে জীবনের
বাসনার পল!
বৃষ্টিরা আসে না শিখণ্ডী নাচে না বলে, অপেক্ষায়
পুড়ে পুড়ে যাবে ফুলেল বাগান, উপত্যকা,
ত্রিভূজ সমতল, ব্যর্থ হবে জীবনের
বাসনার পল!
ক্লান্ত চাঁদ ডুবে গেলে লুব্ধক তখনও জ্বলজ্বল
ফুলেল বাগান, উপত্যকা, ত্রিভূজ সমতল
সন্তর্পণে আপাণ্ডুর, গৃহহীন
নোনা নাবিকের খুব কাছে আসে
আকাঙ্খারা মরেনি এখনও, চোখ ছলছল
বহুদিন আগে অ্যালবাট্রস এসে
তার হৃদপিণ্ড খেয়ে গেছে
ফসলের মাঠ তবু তার জল ভালবাসে।
নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে। সে আমাদের প্রিয় ব্লগার চৈতী আহমেদ এর জন্মদিন।
জীবনের কর্মে এবং সাফল্যে থাকুন বেঁচে। আমাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা সর্বোপরি শুভকামনা সব সময়ে থাকবে আপনার জন্য। শুভ ব্লগিং।