বিশ্বাস… কবি জিয়া রায়হান

একটা জামা ছিলো আমার
রঙ তার লাল।

আজীবন সাবান জলে যুদ্ধ হলো
বুক থেকে ঝড়লো রঙ
শতাব্দী পর তবু সে আজ
রয়ে গেল টুকটুকে লাল।

এক বন্ধু ছিলো আমার।
কবিতা লেখায় ছিলো তার শখ।
নাম? না বলাই ভালো,
প্রিয়জন ঝরাবে জল।
ভালোবাসায় ঝড়লো তার রঙ
মাস পর সে আর লাল নয়
মৃত। লাশ।

মিছিল দেখছিলাম দাঁড়িয়ে একদিন।
সমস্ত মিছিল লাল শুধু লাল
এমনকি যে নাম শোনেনি চে’- র
সেও লাল টুপি মাথায়-
হঠাৎ কাঁদুনি গ্যাস
আর লাল নয়, মুহর্তেই সব সাদা।

এই যে প্রতিদিনের সূর্য
সারাদিন প্রখর উত্তাপ। লাল।
দিনান্তে সেও গোধূলী আলো। ধূপছায়া।

ব্যতিক্রম শুধু আমার লাল জামা।
হস্তান্তর হবে আজ তার-
কে আছো?
প্রয়োজন শুধু বুক ভরা বিশ্বাস।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

1 thought on “বিশ্বাস… কবি জিয়া রায়হান

  1. এক বন্ধু ছিলো আমার।
    কবিতা লেখায় ছিলো তার শখ।
    নাম? না বলাই ভালো,
    প্রিয়জন ঝরাবে জল।
    ভালোবাসায় ঝড়লো তার রঙ
    মাস পর সে আর লাল নয়
    মৃত। লাশ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।