আসুন আড্ডা দেই … একটু গপসপ করি

72768_470711786317070_771655806_n

এই মুহূর্তে ব্লগে আছি প্রায় ২৭ জন নিবন্ধিত আর ২৮৫ জন অতিথি। এমনিতেই চারিদিকে আকাশ বাতাস গরম। কোন দিক থেকে কি হয়ে যায় বলা যায় না। ভয়ে ভয়ে আছি।

ভাবলাম শরীর মন একটু চাঙ্গা করি। প্রশ্ন যদি করেন কিভাবে !! উত্তর আমার কাছে তৈরীই আছে। ফিজিক্যাল ওয়ার্মআপ আর কি। কোন এজেন্ডা নেই। স্রেফ এক ঘরে বসে সবার সাথে সবার কুশলাদি বিনিময় আর কি। আসুন বসুন আলোচনার ভাব ভাবনা ঠিক করুন। প্রয়োজনে সেভাবে আড্ডা চালিয়ে নিয়ে যাই। যারা ঠাসি খেয়ে বসে আছেন তারা বসে থাকুন। যারা কথা বলতে চান কোন দ্বিধা রাখার প্রয়োজন নেই পোস্টে এসে কথা বলুন।

মাঝে মধ্যে চা নাস্তার ব্যবস্থা করা হবে। যার যত ইচ্ছে খাবেন দাবেন প্রয়োজনে নিয়ে যাবেন। কোন বাঁধা নেই।

আসুন শুরু করা যাক।
ছোট ছোট গপসপ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter