প্রিয় শব্দনীড় বন্ধুরা। শুভেচ্ছা সহ সম্মান জানবেন।
বিশেষ একটি কারণে আমার সহ শব্দনীড় এর জানা প্রয়োজন যে, শব্দনীড় ব্লগে ব্লগিং করছেন এমন কতজন বন্ধু আছেন যারা নিয়মিত অথবা অনিয়মিত, স্থায়ী অথবা অস্থায়ী, চাকুরী শিক্ষা কিংবা পারিবারিক সূত্রে ঢাকা অথবা ঢাকার পার্শ্ববতী এলাকায় বসবাস করছেন।
যারা রয়েছেন অনুগ্রহ করে এই পোস্টে আমাকে নিশ্চিত করুন।
একটি সুসংবাদ অচিরেই আপনাদের জানাতে চাই।
যেখানে আমরা মিলিত হতে পারবো।
মতবিনিময় করতে পারবো।
আড্ডা দিতে পারবো।
হালকা নাস্তাও হবে।
মূল আয়োজনে দূরের বন্ধুরা নিশ্চয়ই থাকবেন। তবে ঢাকায় যারা আছেন বিশেষ করে তাদের স্বল্প সময়ের নোটিসে পাবো এই প্রত্যাশাতেই পোস্টটি সাময়িক ভাবে দেয়া হলো। সবাই ভালো থাকুন আনন্দে থাকুন।
শব্দনীড় এর সাথে থাকুন। এগিয়ে যাই সৌহার্দ্য আর ভালোবাসায়। ধন্যবাদ।
ফেসবুক যোগাযোগ : আজাদ কাশ্মীর জামান।
অতঃপর ঢাকায় থাকি’তে যাদের পেলাম।
০১. দীপক সাহা।
০২. কবিরনি।
০৩. মহাকালের প্রতিচ্ছবি।
০৪. কে এম রাকিব।
০৫. গাজী তারেক আজিজ।
০৬. শামীম আনসারী সুমন।
০৭. ইকবাল হোছাইন ইকু।
০৮. মোকসেদুল ইসলাম।
০৯. চারুমান্নান।
১০. মোঃ খালিদ উমর।
১১. অবিবেচক দেবনাথ।
১২. এস. এম. কামরুল আহসান।
১৩. স্বপ্নবাজ মেঘদূত।
১৪. উড়োচিঠি।
১৫. বিচ্ছিন্ন দ্বীপ।
১৬. আফরোজা হক।
১৭. শাকিলা তুবা।
১৮. শামীম সুজায়েত।
১৯. জাকিয়া জেসমিন যূথী।
২০. কবীর হুমায়ূন।
২১. আজিম হোসেন আকাশ।
২২. বখতিয়ার শামিম।
২৩. সীমান্ত প্রধান।
২৪. একজন নিশাদ।
২৫. রাজিব সরকার।
২৬. আল আমিন ডলার পাঠান।
২৭. শেহজাদ আমান।
২৮. আ,শ,ম,এরশাদ।
২৯. মোঃ আমিনুল ইসলাম।
৩০. মাসুম বাদল।
৩১. আলীম হায়দার।
৩২. সালমা টুটুল।
৩৩. ডা. দাউদ।
৩৪. সোহেল মাহামুদ।
৩৫. মাহাফুজুর রহমান।
৩৬. হাসান মেহেদী।
৩৭. তাহমিদুর রহমান।
৩৮. কুহক।
৩৯. নাহিদ ধ্রুব।
৪০. দুর্জয় অভি।
৪১. সুমন আহমেদ।
৪২. জাফর পাঠান।
৪৩. বলন কাঁইজি।
দাওয়াত পোস্টে ফোন নাম্বার দেয়া হবে। যিনি অভ্যর্থনায় থাকবেন।
তালিকা থেকে কেউ বাদ পড়লে আওয়াজ দেবেন। আমি যোগ করে নেবো।
বিস্তারিত ইভেন্ট জানতে এবং জানাতে এবার মূল পোস্টে চলে আসুন :
সৃজনশীল লেখা প্রতিযোগিতা ২০১৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও শব্দতরী প্রকাশনা উৎসবে আপনি আমন্ত্রিত। ফেসবুক লোগোতে ক্লিক করে শেয়ার করুন।
আমরা তো ঢাকার বাহিরে…….।!!!