আজও অর্ধেক হয়ে বাঁচি

পরিপূর্ণ একটা সংসার আমার
তবুও আমি অর্ধেক হয়ে বাঁচি
সাজগোজটা আজও ভীষণ অপছন্দের
তবুও রোজ তোমাকে ভেবে সাজি।

আমার তুমি আমার কাছে খুব বেশী দামী
কিন্তু আজ ভীষণ কষ্ট এ বুকের ভিতরে
কারণ, আমার বিছানায় অন্য পুরুষ
আর তুমিও যে আজ অন্য কারো স্বামী।

আজ‌ও গভীর রাত অবধি জাগিয়ে রাখে
তোমার অনুভূতি ,কখনো হয়নি মিলন তবুও
কেন জানি তোমার সঙ্গেই জড়িয়ে
আমার সব রোমাঞ্চকর স্মৃতি।

ভরা বিছানায় আজও শুধু
তোমাকেই হাতড়ে বেরাই
নিদ্রাহীন চোখ ,ক্লান্ত শরীর গভীর রাত
সবি তোমার ছোঁয়া চাই।

রাতবাতির আবছা আলোয়
আমি অন্ধকার হয়ে জেগে থাকি,
তুমি ছাড়া আমার অসম্পূর্ণ সব
তাইতো, পরিপূর্ণ একটা সংসারেও
আমি অর্ধেক হয়ে বাঁচি।

নাজমা হেপতুল্লা সম্পর্কে

সাধারণ মেয়ে। কবিতা ভালোবাসি। কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। কবিতা আবৃত্তি শুনতে ভালোবাসি। বই পড়তে ভালোবাসি। আর প্রিয় মানুষটাকে খুউব ভালোবাসি।

9 thoughts on “আজও অর্ধেক হয়ে বাঁচি

  1. কারণ, আমার বিছানায় অন্য পুরুষ
    আর তুমিও যে আজ অন্য কারো স্বামী

    চমৎকার দুটো লাইন। মনে রাখার মতো।  খুব ভালো লিখেছেন। 

  2. ছোট ছোট শব্দের মিল আর কবিতার "ভাব বোধনে সহজিয়া" লিখাটিকে সুন্দর করেছে। শুভেচ্ছা রইলো কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3.  প্রাঞ্জল শব্দের অলংকরণ।  পাঠে মুগ্ধ  হলাম।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।