অন্ধকারের স্বপ্ন

আমি অমাবস্যার অন্ধকারে স্বপ্ন সাজাই,
দিনের আলোয় সে স্বপ্ন আলো পায়নি কোন কালেই।
আমার স্বপ্ন গুলোর সাথে
দিনের আলোর চির শত্রুতা।
আমি যতবার স্বপ্নগুলোকে দিনের আলোয় আলো দেখাতে চেয়েছি,
ততবারই হারিয়ে ফেলেছি মরীচিকার বন্ধুত্বে।

আমি চাঁদের আলোয় সুখ খুঁজতে গিয়ে,
ব্যাথার পরশে ফিরে এসেছি।
আমি আকাশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে,
আলিঙ্গন করতে গিয়ে
মেঘের শত্রুতায় থেমে যাই।
আমি সাগরের বিশালতায় উদার হয়ে,
সাগরের কাছে ছুটে গিয়েছি।
কিন্তু যখনই সাগরকে স্পর্শ করতে চাই,
তখনই ঝড় এসে উড়িয়ে নিয়ে যায় আমার স্পর্শ।
ছোঁয়া হয়না সাগরের জলকে।

3 thoughts on “অন্ধকারের স্বপ্ন

  1. যখনই সাগরকে স্পর্শ করতে চাই,
    তখনই ঝড় এসে উড়িয়ে নিয়ে যায় আমার স্পর্শ।
    ছোঁয়া হয়না সাগরের জলকে।

    অসামান্য উপমায় ছুঁয়েছেন লিখাটিতে। অনেকদিন পর আপনার লিখা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।