“কৃষ্ণফুল”

ধরো বাঁচি নাহে তবো কৃষ্ণফুল
চাহিবে না তুমি জোড়া কুল!
বাঁচিবো মোরা প্রেমকূলে
ছুইবে তোরা,রইবে মোরা,
এক কানায় অর্ধকূলে।

বইবে তোরা নদীর তরে
রইবে মাঝি নদীর কূলে,
মনের দোহারায় ছুঁইবে প্রেম
কৃষ্ণফুলে রইবে প্রেম!
জড়ো ফুলে চাইবে তুমি
অর্ধকূলে প্রেমের নদী,!

ফুলের তোরা রইবে হাতে
তোমার হাতে সইবে না যে,!
কাহার হাতল ধরিবে তুমি
কাহার চন্দন হইবে তুমি,!
এক নদীর মাঝি তবো
এক আসমান সইবে যখন
কৃষ্ণ ফুল ফুটিবে কোহন,!

তবো ছুইবার কামনা তোমারও ফুল মালা
বোধ হারায় ক্রন্দন করিয়া হইবার চাই কূল হারাইয়া,
তুমি তবো কৃষ্ণফুল দেখিয়া দেখো তবো আমি রই কূল জুরিয়া,
আসমানের চন্দন সাক্ষী রাখিয়া রইয়া যাই তোমারও মন জুড়াইয়া
কোহনও যদি দেখিবার পারিতা আমারই এক মনে রাখিয়া,
বুঝিবার পারতা এক মনে বয় কতই না প্রেমের দোহরা,!

অমন এক কৃষ্ণফুলে
ভালোবাসা বইবে মনেরি অনেতে,
যাহাতে হাত তুমি রাখিবে
তাহাই তোমার রবে
যদি প্রেমকূলে বাঁচার ইচ্ছা যোগে,!

(১৭ জানুয়ারি ২০২৩)
আব্দুল গনি হাওলাদার

4 thoughts on ““কৃষ্ণফুল”

  1. কোহনও যদি দেখিবার পারিতা আমারই এক মনে রাখিয়া,
    বুঝিবার পারতা এক মনে বয় কতই না প্রেমের দোহরা!
    ___ চমৎকার কথা কাব্য।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।