Capping off the first real weekend of summer
in Metro Vancouver.
পরিপূর্ণ উম্মাদ হবার আগে আমি তার কাছে গিয়েছিলাম। তিনি চুমু খেলেন আমার হাতে এবং বাজুতে।
নাভির সন্ধিস্থলে হাত রেখে বললেন ব্যথা হয় তোমার ?
আমি জানি না ব্যথা কি ? উম্মাদ হবার প্রথম স্তর ব্যথা বুঝতে না পারা।
তিনি আমার কপালে ঠোঁট ছুঁইয়ে দিয়ে বললেন – বলো তো আকাশ কেমন ?
বুঝতে পারছিলাম একটা মগ্ন আকাশ আমাকে ঘিরে রেখেছে।
হাত ধরেছেন রাণী জারা –
মনে হলো সেতারা আর রাহুর ঘোরে আটকে আছি অনন্ত কাল !
তখন কি সন্ধ্যে ছিল ?
সময়টা বড় রোম্যান্টিক ছিলো। আহা এভাবে যদি বলতে পারতাম।
ধন্যবাদ এবং সম্মান জানবেন আপা।
ভিন্ন ভাবে বলবেন আর কি !! সবাই এক ভাবে বললে তো আর হইলো না ।
সালাম জানবেন আপনিও
দারুণ তো !! শুভেচ্ছা দিদি ভাই।
ধন্যবাদ । তোমাকেও শুভেচ্ছা দিদি ভাই ।
আজি মেঘ গড়জিছে আকাশে, গুড়ুগুড়ু ডাকে দেয়া সুবাসিত বাতাসে। আর কিছু বলার নেই আপা।
ধন্যবাদ খালিদ ভাই । শুভেচ্ছা জানবেন ।
হাত ধরেছেন রাণী জারা –
মনে হলো সেতারা আর রাহুর ঘোরে আটকে আছি অনন্ত কাল !
তখন কি সন্ধ্যে ছিল ?
* বাহ! চমৎকার…


ধন্যবাদ । শুভেচ্ছা জানবেন ।
মুগ্ধ না হয়ে উপায় নেই আপু
অভিনন্দন জানবেন
ধন্যবাদ ভাই । ভালো থেকো ।