কবিতা -১
খোয়াব
হে আরাকান রাজা সকালে বাসট্রাকের পদশব্দে যদি আপনার ঘুম ভাঙ্গে
তবে বলুন প্রেম বলে আসলে কিছু নেই –
শূন্য দশকের পরে যদি কোনো শতকের গায়ে লেখা থাকে হালাকু খানের হিংস্রতা
তবে আপনি বলেছিলেন সাপের বিষে যেনো তার মৃত্যু হয়।
মৃত্যু দেবেন অথবা নেবেন।
জমিতে বিষফোঁড়া। পা রাখলেই কাঁটার পর কাঁটা।
অন্তরাত্মা সহ বিদ্রোহ করে।।
শুন্যে ফ্লাই করা খুব সহজ যদি সে শুধু আত্মা হয় –
এই শরীর এই দুনিয়ার আচানক খোয়াবের ঝুরি !!
কবিতা -২
কবি শিশু
ম্যাডাম হিলারী চিতা পোষাক পরিধান করেছেন।
ভালুকের সাথে নেমেছেন বাকযুদ্ধে
শত্রুর সম্মুখে আসলে মানুষের আক্রোশ অবদমিত থাকে
তার অবদমন ছিলো – পশুদের থাকে না।
সৌকর্যে হেলেন – প্রজ্ঞায় তিনি রুবাইয়াত
এপোলো হে গ্রীক দেবতা
বনে ছুটে বেরানো বালিকা হিলারীর গর্ভে যদি জমে যায় তোমার ভ্রুণ
তাকে দিও একজন কবি শিশু।
দু'টো কবিতায় চমৎকার হয়েছে। উদ্ধৃত করতে পারিনা সেলফোন দিয়ে। খুব সুন্দর কিছু উপমা ও কথা রয়েছে আপনার লেখায়। দারুণ।!!
ধন্যবাদ আপু । খুব ভালো লাগলো আপনার মন্তব্য । শুভকামনা রইলো । ভালো থাকবেন ।
আমারও এক মন্তব্য আপা। দুটি কবিতাই ভালো হয়েছে। গুড জব।
ধন্যবাদ মুরুব্বী । শুভকামনা জানবেন । ভালো থাকবেন ।
দারুণ হয়েছে বোন।
ধন্যবাদ সৌমিত্র । ভালো থাকবেন ।
বাহ্ দারুণ হয়েছে কবি দি ভাই। মুগ্ধতা রাখছি।
ধন্যবাদ রিয়া । তোমার মুগ্ধতায় আমার মুগ্ধতা । ভালো থেকো ।
* অনেক সুন্দর দুটি কবিতা পড়লাম….
ধন্যবাদ । ভালো থাকবেন ।