বুঝতে পারছিলাম হারাচ্ছি তাকে –
যখন সকালে উঠেই তাকে বলেছি একা লক্ষ্মীন্দরের ঘরে যেও না।
ওর ঘরে সাপ আছে ।
সে শুনলো না কথা । সাপের ঘরেই তার পা রাখা চাই।
আমি ওর চোখজোড়া খুলে নিলাম । সে অন্ধ হলো না।
কি এক জোনাক পোকার গন্ধ নিয়ে ছুটে গেলো অন্দরে।
সাইক্লোনে আমার ভয় ভীষন । অথচ তার ভালোবাসা সাইক্লোনে।
বলেছিলাম উড়ে গিয়ে গাছে আটকে থাকো।
সে জটাধারী এক কাপালিকের গা জড়িয়ে ধরলো।
সামনেই আগুনের একটা জ্বালামুখ।
বিচ্ছিন্ন নারকীয় দৃশ্য দেখার জন্য কাপালিকের বুকের ভেতরে ঢুকে পড়ি —
অদ্ভূত! রহস্যময়!
ধন্যবাদ বাসুদেব । শুভেচ্ছা জানবেন।
কবিতায় একরাশ শুভেচ্ছা জানিয়ে গেলাম আপা।
ধন্যবাদ মুরুব্বী । আপনাকেও একরাশ শুভেচ্ছা ।
দারুণ লাগলো, রোমাঞ্চকর লেখা! শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ অর্ক । শুভেচ্ছা জানবেন।
* শুভ কামনা সবসময় প্রিয় কবি…
ধন্যবাদ । কবিতা কেমন লাগছে সেটা বলেন নাই ।
শুভকামনা রইলো আপনার জন্যেও /
শুভেচ্ছা রেখে গেলাম কবি বোন।
দারুণ হয়েছে দিদি ভাই।