বালিহাঁস

আমি এক ভাষিক শহরে বালিহাঁস হয়ে নামি
দ্রৌপদী শহর আমার
তোমার গায়ে লেগে থাকে গুচ্ছ গুচ্ছ মেঘ
উন্মুক্ত করো তোমার বক্ষ,ঠোঁট আলজিভ
চোখ মেলে তৃষ্ণা জানাও —

এই শহরে তুষার নেই
মঙ্গলবারতা পড়ে যে নারী
সে অধিক সুখী আমি জানি
আমার বালিহাঁস শরীর টুকরো টুকরো
শিলাবৃষ্টি হয়ে নামে
তোমার গায়ের শাদা পালক
খসে খসে খরখরে রোদ্দুর হয়ে ওড়ে —

8 thoughts on “বালিহাঁস

  1. কবিতায় অবগাহন করিলাম আপা। শুভেচ্ছা সহ সালাম জানিবেন। :)

    1. ভালো লাগলো জেনে মুরুবী । আপনাকেও সালাম । 

  2. কবিতায় বিনীত শুভেচ্ছা কবি নাজমুন নাহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সালাম নিলাম কবি দাউদ । কবিও আশা করি ভালো আছেন । শুভেচ্ছা রইলো । 

  3. কী সুন্দর বালিহাঁস। লেখার বালিহাঁস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।