মৃত্যুপুরীতে

আমি দেখো কেমন মৃত্যুপুরীতে ঘুরি
এই কবর সেই কবরে ঘুরতে ঘুরতে
সেলফোনে তোমাকে বলি
আর কত জাগো তুমি
জাগতে জাগতে
তোমার গহনরাত সকাল হয় –

আমি মৃত্যুপুরীতে ঘুরি
ঘুরতেই থাকি
দুটো বর্ডার পার হই
তিনটা চারটা অথবা অসংখ্য
একসময় মধ্যাহ্নের পরে সংকেত আসে
চলে এসো হে
অনেক হলো —

চাঁপা ফুলের গন্ধে ম ম করছে আকাশ
কটেজের বারান্দায় সুন্দরী রীমা
সিগার ধরিয়ে ফিসফিস করে
ঘুমিয়ে থাকা প্রেমিকের সাথে –
ওর সাদা মুখ আর ভ্রুযুগলের ওঠানামা
দেখতে দেখতে মৃত্যুপুরীতে তোমাকে নক করি
সেলফোনে তোমাকে খুঁজি
হা-হা-কা-র কন্ঠে জিজ্ঞেস করি
বলো তো হে আমাদের মৃত্যু কত দেরী !!!

10 thoughts on “মৃত্যুপুরীতে

  1. অনেকদিন পর (আমার কাছে) স্বাগত জানাই। কবিতাটি পড়তে কিন্তু বেশ লেগেছে। :)

    1. ধন্যবাদ তুবা । প্রথমেই তোমার কমেন্ট পেয়ে ভালো লাগছে । আসলে খুব ব্যস্ত সময় কাটছে বলে আসতে পারছি না ব্লগে । ভালো থেকো  ।

  2. কবিতার মেজাজ এক পাশে রেখে  সমগ্র যোগে ভালোবাসা জানাই কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. নিদ্রাপুরী যেতে যেতে আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আমি মৃত্যুপুরীতে ঘুরি
    ঘুরতেই থাকি

    আমি এই নগরীর কাছাকাছি আআছি। আর অল্প ক'দিন পরই মনে হয়ে নগরে প্রবেশ করবো। তখন আপনাকে পাবো কোথায়?     

মন্তব্য প্রধান বন্ধ আছে।