**
ছেলেরা সবসময় চায় তাকে গুরুত্ব দেয়া হোক।
আসলে গুরুত্ব চাওয়ার নয়।নিজের গুরুত্ব নিজেকেই তৈরি করতে হয় —
**
অবদমিত বাসনাই মানুষকে অপরাধী বানায়
**
অল্প বয়সে ম্যাচুরিটি আসা ভালো। সমস্যা হলো একদিক একটিভ বেশি হলে অন্য দিকে ডিজেবল হয়
**
মাঝে মাঝে অন্যের দেয়া অপকার ও উপকার হয়ে দাঁড়ায়
**
মুক্তি অনেক রকম।সম্পর্কের বন্ধন থেকে মুক্তিও একধরনের মুক্তি।
**
একটা সময় যখন মনে হবে বেঁচে থাকা অর্থহীন – তখনো অর্থের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না
**
ভেংগে যাবার প্রথম ধাক্কাটা সইতে পারলে এরপর আপনি টিকে যেতে পারেন।
**
পরাধীন দেশে জন্মগ্রহণ করার মতো যন্ত্রণা আর নাই
**
টাকার অভাবে থাকা যায় ,মনুষত্ব্যের অভাবে থাকা যায় না
—————-
সুন্দর শিক্ষামূলক লেখা। পাঠে মুগ্ধ হলাম।
জয়গুরু!
ধন্যবাদ জনাব লক্ষন ভান্ডারী ।ভালো থাকবেন ।
প্রত্যেকটি উপলব্ধি সঠিক এবং সত্য।
ধন্যবাদ মুরুব্বী । ভালো থাকবেন ।
জীবনের অভিজ্ঞতা।
ধন্যবাদ । ভালো থাকবেন ।
চিরন্তন বাণী আপা। জেনে নিলাম।
ধন্যবাদ । ভালো থাকবেন আপা ।
অভিনন্দন দিদিভাই।
ধন্যবাদ । ভালো থাকবেন ।