বাজে
মৃদঙ্গ। মেঘমল্লার। ময়ুর পেখম।
কাম্যবৃষ্টি ঝরে।
বাঁশীতে বাঁধা ছিল মেঘমল্লারের সুর ;
তুই চাইলি বলে—
হাজার একর আকাশ জুড়ে বৃষ্টি নামিয়ে দিলাম।
তুই কেন ভিজলিনা তবু?
হায় পিপাসার্ত মানুষ!
বরফের চাঁই ভেবে আগুন জ্বালায় সাদা পাথরের নীচে ;
পাথরে পাথর ঘষে।
আর কখনো কখনো
এই পাথুরেধোঁয়া থেকেই ছড়িয়ে পড়ে ধুপসুগন্ধীঘ্রাণ
উড়ে আসে গন্ধবিভোর চকোরেরা ;
আগুনের আঁচে ছাই হয়।
খরার উজানে যেতে যেতে ছুঁয়ে ফেলি সমুদ্রের ঢেউ।
নোনাজলে গোড়ালি ডুবে গেলে,
চাইলাম— আকাশ আবার ফিরিয়ে দিক
সাগরের শুষে নেয়া জলকণারাশি।
আমার বাঁশীটা দিয়ে দিলে —
তুই কি এমন বৃষ্টি নামাবি?
চমৎকার কবিতায় সতত শুভেচ্ছা কবি।
বাঁশীতে বাঁধা ছিল মেঘমল্লারের সুর ;
তুই চাইলি বলে—
হাজার একর আকাশ জুড়ে বৃষ্টি নামিয়ে দিলাম।
তুই কেন ভিজলিনা তবু?
অসাধারণ লিখন প্রিয় আপা। সালাম এবং শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ।