দ্রোহে নেই
বিদ্রোহেও নেই
সন্ধিতে আছি;
ভাঙ্গতে পারিনা
তাই
নির্মাণে আছি।
সৃষ্টির আনন্দ শুধুই নির্মমতায়?
নয়নমোহন ওই যে কাঠঠোকরা পাখিটি
— সেও কেমন নিষ্ঠুর হয়ে ওঠে !
ঠোঁটের আদরে আদরে ছিন্ন করে গাছের বাকল
বৃক্ষের পাঁজর ভাঙ্গে ঠোকরে ঠোকরে।
শেষপর্যন্ত—-
ঠাকুরমার ঝুলির ছেঁড়া পাতাগুলো প্রবল বাতাসে উড়ে যেতে থাকে
সেই সুনসান মাঠে–হতবিহ্বল পাঠক ছাড়া আর কেউ থাকেনা;
গল্পটি শেষ হয়নি…………
বিষাদের প্রখর বেলুনগুলো বাতাসে ছড়িয়ে দিলে
আকাশের নয়নাভিরাম আতশবাজি হয়ে গেল;
বিমোহিত জনতার তুমুল করতালি বাজে–
——-বাহ্!
——-বেশ!
——-ভালইতো!
(বিষাদের প্রখর বেলুনগুলো ‘ কাব্যগ্রন্থ থেকে)
সুন্দর কবিতা প্রিয় নাজনীন খলিল আপা। আশা করবো ভালো আছেন।
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিরন্তর।