বেঁচে থাকি অন্য জগতে

বেঁচে থাকি অন্য জগতে

স্বপ্নের ভুল?
স্বপ্নের আবার ভুল-শুদ্ধ কি?

থাক তবে এমনি অন্ধকার লোডশেডিং য়ের এই রাত।
জ্বালবোনা মোমদানে কোন বাতি
ক্ষয়ে ক্ষয়ে মোম কেন এমন ব্যাকুল কেঁদে যাবে?
দূরে কোথাও বেজে যায়
চেনা-অচেনার দোলাচলে হু হু করা এক সুর
আমাকে খুঁজতে দাও সেটা কোন গান।
আলোর ঝলক দিয়ে দেখতে চাইনা কোন মুখ
আমি জেনে গেছি,
মানুষের মুখগুলো কেমন মুখোশ ঢাকা থাকে;
কত ছবি আঁকতে চেয়েছি,
কখনো যায়না আঁকা মুখের গোপন রেখাগুলো।

কেন যে এতো নুন ধরে রাখে মহাজলধর!
তৃষ্ণার্ত ছিলাম তাই
সমুদ্রের নোনাজলে আঁজলা ভরেছি।

যদি ভাবো এই আমি এখানেই আছি,
ভুল।
বেঁচে আছি স্বপ্নের আবর্ত আর নিজস্ব নক্ষত্রে।
দেখি
আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে
স্বপ্ন বুনতে বুনতে উড়ে যায় লালফড়িং য়ের ঝাঁক,
পাখায় স্বপ্নের আবীর মাখা প্রজাপতি,
মধু-স্বপ্নে বিভোর মৌমাছি গুলো।

পালক জমা রাখি তাদের ডানায়।

2 thoughts on “বেঁচে থাকি অন্য জগতে

  1. আপনার লিখা পড়তে বসলে কেমন এক ভিন্ন জগতে ঘুরতে থাকি।
    ভালো লাগে আপা। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রাখি। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।