উপন্যাসের শেষ ক’টি পৃষ্ঠা

উপন্যাসের শেষ ক’টি পৃষ্ঠা

ক্রমশঃ স্তব্দতার দিকে গুটিয়ে গেছে কথার পিঠে উঠে আসা কথাগুলো
অনুচ্চারের বর্ণমালায় সাজানো ডিঙ্গা ভেসে গেছে মেঘের ঢেউয়ের ভেতরে।
পাখীর চঞ্চুতে লেগে থাকা বিষ
অথবা
স্বপ্নের ভেতরে হুটহাট কালোবেড়ালের আনাগোনার কথা কেউ কেউ জানে।
কিছুতে মেলেনা গনিতের ছক
পৌনঃপুনিক শূন্যের ভারে হিসেবের খাতা ভারী হয়ে ওঠে।
উপন্যাসের পরিণতিটা জানা গেলনা—–
শেষ ক’টি পাতা ছেঁড়া ছিল।

5 thoughts on “উপন্যাসের শেষ ক’টি পৃষ্ঠা

  1. কোনও এক বিখ্যাত কবির উক্তি পড়েছিলাম কবিতা সম্পর্কে। তিনি বলেছিলেন, "কবিতা বোঝার বিষয় নয়, কবিতা উপলন্ধির বিষয়"। প্রিয় কবি নাজনীন খলিলের এই কবিতাটিতে বোধহয় সেই উক্তির সাথে কিছুটা মিল খুঁজে পেলাম। অপুর্ব! শুভকামনা ও শুভেচ্ছা কবির প্রতি।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।