শব্দনীড়

ঘুরেছি দেশ বিদেশে, ভিন্ন ভিন্ন পত্র-পটে
দেখা হয়নি কভু; স্বচ্ছতার মানস- পটে
মম প্রতিচ্ছবি, মমতা মাখানো তোমার মত করে
পাইনি ভালোবাসা, তুমি যেমন ভালোবাসো বন্ধু ভেবে।।

23 thoughts on “শব্দনীড়

  1. য়াহা! কি আকুতি!
    আমিও পথিক গাই পথিকের গান
    দেশ বিদেশ ঘুরেছি কত ইরান তুরান।

  2. শব্দনীড় আমারো খুব ভালো বন্ধু । আমাদের বন্ধু । শুভেচ্ছা আপনাকে ।

  3. ঠিক বলেছেন কবি
    শব্দনীড় হোক সুখী!
    শুভ সকাল;
    শীতের সকালে সুখোষ্ণ অনুভূতি!

  4. শব্দনীড় আপনার ভালোবাসায় মুগ্ধ এবং কৃতজ্ঞ থাকবে কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরব্বী, ভালোবাসা অশেষ…

    1. * কবি বন্ধু, শব্দনীড. আছে বলেইতো আমাদের একসাথে আবার লেখালেখি…

  5. শব্দনীড় আমাদের প্রিয় বন্ধু বেচে থাকো দির্ঘজীবি এগিয়ে যাক দূর্বার গতি। সবাইকে শব্দনীড়ে দেখে খুবই ভালো লাগছে।। তাই আপনাকে ও পেয়ে। আনন্দিত। শুভ কামনা রইল। শ্রদ্ধেয় প্রিয়কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন সাহেব।

    1. * সবার ভালোবাসায় শব্দনীড. টিকে থাকুক আমাদের মাঝে অনন্ত কাল….

মন্তব্য প্রধান বন্ধ আছে।