প্রতারক প্রেমিক

হয়তো আমাকে দিয়ে হবে না
হাজার বছর জীবন পেলেও প্রেম জৈবিক হবেনা!
নির্লজ্জ অনিমেষের ভালোবাসা দেখে বড্ড বিবেকহীন মনে হয়
বিবেকবানের ভালোবাসা নাকি স্থায়ী নয় ।

আমাকে নিয়ে আমার যত অতৃপ্তি
দেবীর আসনে কি করে বসাই,ওগো প্রেয়সী!
প্রেমের জন্য শাহজাহান গড়েছে তাজমহল
নিঃস্ব প্রেমিকবর আমি; তাই তো হই হত বিহ্বল !

আমার হৃদ মন্দিরে তুমি স্বর্গদেবী
জীর্ণ কটির আমার কেমনে তোমায় সম্ভাষী!
জীবনের সাথে সদা খেলি নয় ছয়
কি করে বলি ভালোবাসি তোমায়!

বলিনি, হয়নি বলা; হবেনা বলা আমৃত্যু
স্বর্গদেবীকে জীর্ণ কুটিরে নিমন্ত্রণে বিবেক প্রধান শত্রু
তবু দিন যাক, কেটে যাক সময়
আমার হৃদ মন্দিরে তোমার বসতি; ছোঁয়ার সাধ্য কারো নয়।

হয়তো আমি প্রতারক প্রেমিকবর
প্রতারণা করে যাই নিজের সাথে নিজে নিরন্তর…।

6 thoughts on “প্রতারক প্রেমিক

  1. লিখায় শেষ শব্দটির সাথে যে ছন্দ বোধনের শব্দমিল রয়েছে; পাঠক চোখ এড়ালেও আমার চোখে কিভাবে যেন ঠিকই খুঁজে নিয়েছে। এটি আপনার লিখার বড় বৈশিষ্ট।

    অভিনন্দন প্রিয় কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ।
      ভালো থাকুন নিরন্তর…..

  2. প্রেমের জন্য শাহজাহান গড়েছে তাজমহল
    নিঃস্ব প্রেমিকবর আমি; তাই তো হই হত বিহ্বল !https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

  3. ছন্দময় পরিচ্ছন্ন লেখা। আমার অনেক ভাল লেগেছে।

    শুভ কামনা সব সময়।

    1. * কৃতজ্ঞতা অশেষ।
      শুভরাত্রি….

মন্তব্য প্রধান বন্ধ আছে।