বিদগ্ধ খাঁটি মানুষ

কত অভিনয় করেছি, কান্নার মিথ্যে ছলনায় মুখ ঢেকে
শুধু এক ফোটা জল, শুধু এক ফোটা! জলের আশে
এখন কান্না পায় তোকে সুখি হতে দেখে
প্লাবন বয়ে যায়; তোর সুখে-অসুখে।

বন্ধু, আয় ছুটে আয় আলোর মিছিলে
আবার গাইবো আমরা; অনাবিল আনন্দ হিল্লোলে
প্রতিটি প্রদীপ, একটি হীনা আরেকটি ফুটেনা সতেজতায়
তোর প্রদীপে আমরা রাঙাবো আবার জারুলতলায়।

এখন প্রয়োজন নেই, কোন ছলনার; কারো অবহেলায়
এখন আমি মানুষ হয়েছি নিরন্তর পথ চলায় ।
এখন আমি ছুটে চলি; বল্গা হরিণ যেমন ছুটে নিয়ত
হয়তো প্রাণের মায়ায় কিংবা দায়িত্ব বেড়েছে যত।

আমাকে হারাতে গিয়ে তুমিই হেরেছ; আমি মানুষ হয়েছি খাঁটি
অন্ধ মোহে গা ভাসাইনা, রূঢ় বাস্তবতাকে করে নিয়েছি সাথী
কল্পনার ফানুস কল্পনাতেই থাকে, দেয়না মিথ্যে আশ্বাস
নিজের ওপর নিজের বেড়েছে অগাধ বিশ্বাস।

6 thoughts on “বিদগ্ধ খাঁটি মানুষ

  1. বন্ধু, আয় ছুটে আয় আলোর মিছিলে
    আবার গাইবো আমরা; অনাবিল আনন্দ হিল্লোলে———-অনবদ্য প্রকাশ কবি দা

    অনেক শুভেচ্ছা নিবেন——https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. * অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।

  2. "এখন আমি ছুটে চলি; বল্গা হরিণ যেমন ছুটে নিয়ত
    হয়তো প্রাণের মায়ায় কিংবা দায়িত্ব বেড়েছে যত।"

    এরই নাম বোধকরি বাস্তবতা। জীবনের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকার লড়াই।

    1. * সুপ্রিয় মুরুব্বী, ধন্যবাদ অশেষ…

  3. সুন্দর একটি কবিতা পড়লাম দাদা। শুভেচ্ছা নিন।

    1. * ধন্যবাদ সুপ্রিয় কবি দি। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।