যত দূরে যাই; গ্রিক দর্শন ছাড়ে না আমার পিছু
সুনীল আকাশ হয় আরও তেজদ্বীপ্ত, সুনিবিড়
কোথায় হারাবো আমি! হয়ে অন্তলীন, কাক ডাকা ভোর
বৃষ্টির ফোটা ফোটায় ভূতল আজ ক্ষত-বিক্ষত।
সুদর্শন উড়েছে সন্ধ্যার আকাশে, হয়নি অন্তহীন
মেঘ বালিকা রচিছে গান, পারেনি দিতে নতুন দিনের বারতা
আবার আসে ঘুরে ফিরে দাবদাহের সে প্রখরতা
লীন হবে ভোরের শিশির ফোটা, অন্তর্দহনের অনন্ত যাত্রায়।
তুমি আমি আসলে এক কাকতাড়ুয়া স্বপ্নহীন
ঠাই দাঁড়িয়ে দেখি মেঘ আর রোদের খেলা নিরন্তর
স্বপ্ন কি সে আজো আছে বেঁচে; দুঃস্বপ্নের প্রাচীর মাঝে
তুমি আমি নয় কি মাটির পুতুল! যেমতি রচিবে গান, তেমনি বাজিবে সুর।
আপনার লেখার স্বকীয়তা আমাকে ভীষণ মুগ্ধ করে কবি দা।
* সুপ্রিয় কবি দি, আশির্বাদ কাম্য…
কবিতায় শাব্দিক ভাব প্রকাশ সুন্দর হয়েছে স্যার। শুভ সকাল।
* সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, কৃতজ্ঞতা অশেষ…
"তুমি আমি আসলে এক কাকতাড়ুয়া স্বপ্নহীন
ঠাই দাঁড়িয়ে দেখি মেঘ আর রোদের খেলা নিরন্তর"
কী দারুণ কথাগুলি। মুগ্ধ!
* অনেক অনেক ধন্যবাদ কবি।