আমার অনাদি অস্থি জুড়ে বিস্তার লাল-সবুজের
এমন বিমোহিত করা রঙ কোথাও দেখিনাকো আর
হাজার নদী পাড়ি দিয়েছি; অকূল পাথার
বিত্তের মাঝেও নেই উল্লাস; শ্যামলিমার মত তোমার ।
চোখে ভাসে আজো উত্তরী উড়িছে দখিনা বাতাসে
যেমন ভেসে বেড়ায় শঙ্খ চিল; বাধাহীন মুক্ত আকাশে,
ঘাস ফড়িং রচিছে বাসর সবুজ ঘাসে স্বাধীন ভূমে
মানা নেই তার হারিয়ে যেতে, অসীমের মাঝে ।
পাখ-পাখালি করিছে কোলাহল; আনন্দ অফুরান
বৌ কথা কও ডাকিছে পাখি, ভুলে যেতে অভিমান;
পেখম খুলে নাচিছে ময়ুর, রুধিবার সাধ্য কার
বঙ্গ ললনা বসেছে দুয়ারে, খুলেছে সকল দ্বার ।
তুমি দাও সাত সমুদ্দুর;আমিতো দিয়েছি পাড়ি হাজার নদী;
কোথাও পাবেনা খুঁজে; অমন রুপসী জন্মভূমি, মায়াবি হরিণী
স্বার্থ বলিছে অহরহ তোমায় উঁচু করিতে শির; গিরি সদৃশ মুখ
আমি বলি বন্ধু তোমায়; বঙ্গ মায়ের উত্তরীতলেই রয়েছে অনাবিল সূখ।
"তুমি দাও সাত সমুদ্দুর;আমিতো দিয়েছি পাড়ি হাজার নদী;
কোথাও পাবেনা খুঁজে; অমন রুপসী জন্মভূমি, মায়াবি হরিণী"
চমৎকার লিখেছেন কবি!
* ধন্যবাদ অশেষ…
অসাধারণ আপনার কবিতা গুলো। নমস্কার জানবেন দাদা।
* সুপ্রিয় কবি দি, কৃতজ্ঞতা সতত…
আপনার প্রতিটি লিখা চমৎকার।
* সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, ধন্যবাদ অশেষ…
স্বার্থ বলিছে অহরহ তোমায় উঁচু করিতে শির; গিরি সদৃশ মুখ
আমি বলি বন্ধু তোমায়; বঙ্গ মায়ের উত্তরীতলেই রয়েছে অনাবিল সূখ।–অনবদ্য প্রকাশ কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন———
* ধন্যবাদ প্রিয় কবি…
অপুর্ব স্বদেশপ্রেম কবিতা!!!!
শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি


* অনেক ধন্যবাদ সুপ্রিয়….